শাহিন রেজা টিটু, নবীনগর: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিশু বিষয়ক ও সমাজ কল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদের আগমন উপলক্ষে বুধবার সকাল আটটা থেকে শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের রাস্তার দুই পাশে দাঁড় করিয়ে রাখা হয় বরণ করার জন্য।
এতে শিক্ষার্থীরা ক্লাসে উপস্থিত হতে না পেরে শারীরিক ও মানসিক ভোগান্তিতে পড়ে।
শিক্ষার্থী ও অভিভাবকদের অভিযোগ, শুধু লোক দেখানোর জন্যই শিক্ষার্থীদের এমনভাবে দাঁড় করিয়ে রাখা হয়।
এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছেন, এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনায় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হচ্ছে এবং ভবিষ্যতে যেন এ ধরনের ঘটনা আর না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি দেওয়া জরুরি।
তবে একাধিক সূত্র বলেন খোদ উপদেষ্টা এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করেন।
এ বিষয়ে জানতে চাইলে শ্যামগ্রম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মূস্তাক আহমেদ বলেন, শতাধিক নয় তবে ২০-৩০ জন ছাত্রছাত্রী ক্লাস ফাঁকি দিয়ে উপস্থিত হয়েছিল।
এ বিষয়ে জানতে চাইলে নবীনগর উপজেলা নির্বাহী অফিসার রাজিব চৌধুরী বলেন, বিষয়টি আমি অবগত হয়েছি। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা