শুক্রবার, ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ,১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

উলিপুরে অধ্যক্ষকে অপসারণের দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন

মোহাইমিনুল ইসলাম উলিপুর(কুড়িগ্রাম): কুড়িগ্রামের উলিপুরে দীর্ঘ দিন ধরে ক্ষমতার অপব্যবহার করে কলেজে অনুপস্থিত থেকে বেতন ভাতা উত্তোলন ও প্রতিষ্ঠানের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করার অভিযোগে অধ্যক্ষের অপসারনের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুরে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত মিছিলটি উপজেলা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করে।

জানা গেছে, উপজেলার কৃষ্ণমঙ্গল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান সরকার দীর্ঘ দিন ধরে প্রতিষ্ঠানে না আসলেও ক্ষমতার অপব্যবহার করে সরকারী অংশের বেতন ভাতা যথারীতি উত্তোলন করে আসছেন। তার স্বেচ্ছাচারিতার কারণে প্রতিষ্ঠানটি দিন দিন শিক্ষার্থী শুন্য হয়ে পড়েছে। তার বিরুদ্ধে শত অভিযোগ থাকলেও আওয়ামী সরকারের আমলে তৎকালীন সংসদ সদস্য এম এ মতিনের ছত্রছায়ায় কোন অভিযোগের তোয়াক্কা না করে নিয়োগ বাণিজ্য সহ বিভিন্ন খাতের অর্থ লোপাট করেন তিনি। এসব অভিযোগে অধ্যক্ষ মাহমুদুল হাসান এর অপসারনের দাবীতে এলাকার সচেতন মহল, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আতাউর রহমান বলেন, তদন্ত করে দ্রুতই প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Tumblr
Telegram

, বিভাগের জনপ্রিয় সংবাদ

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *