
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৫, ২০২৫, ৮:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২০, ২০২৫, ৯:১৯ অপরাহ্ণ
উলিপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন

মোহাইমিনুল ইসলাম উলিপুর (কুড়িগ্রাম): "জ্ঞান বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্ব ময়" এই প্রতিপাদ্য সামনে রেখে কুড়িগ্রামের উলিপুরে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) সকালে ১০ টায় উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজ মাঠে এ মেলার উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার কাজী মাহামুদুর রহমান ।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়য়ের পৃষ্ঠপোষকতায় মেলার আয়োজন করেন উলিপুর উপজেলা প্রশাসন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা একাডেমিক সুপারভাইজার নুর-ই-আলম সিদ্দিকী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল হাই, উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম সরদার, উলিপুর বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল হোসেন চাঁদ প্রমূখ।
বিজ্ঞান প্রযুক্তি বিষয়ক উপস্থিত বক্তব্য দেন থেতরাই বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাজিয়া সুলতানা সিনহা এবং উলিপুর এম এস স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আব্রাহাম রাহিম ।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা