মোহাইমিনুল ইসলাম, উলিপুর(কুড়িগ্রাম) : কুড়িগ্রামের উলিপুরে শশুর বাড়িতে ঝুলন্ত অবস্থায় এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের ২ নং ওয়ার্ড থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।
মৃত ঐ তরুণীর নাম রোমানা (১৯)। গত বছর ঐ এলাকার রানা মিয়া (২৪) নামের এক যুবকের সাথে তার বিবাহ হয়। রানা ঢাকায় কর্মরত রয়েছেন বলে জানা যায়। রোমানা পৌরসভার রামদাস ধনীরামের রবিয়াল হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায় , দুপুরের দিকে রোমানাকে খোঁজাখুঁজি করে না পাওয়ায় তাকে শয়ন ঘরে ঝুলতে দেখে স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে। তবে রোমানা আত্মহত্যা করেছে নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছে তা নিয়ে চলছে নানা জল্পনা-কল্পনা।
উলিপুর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠনো হয়েছে। এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর জানা যাবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা