মোহাইমিনুল ইসলামঃ কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আব্দুর রাজ্জাক(৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
শনিবার( ১৯ অক্টোবর) সকাল ১০ টার দিকে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের নেফড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক ওই এলাকার মৃত জামাল ব্যাপারির একমাত্র ছেলে। এবং স্থানীয় মুদি ব্যবসয়াী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, শনিবার সকালে মটর দিয়ে পুকুরের পানি সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরে উপস্থিত লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গুনাইগাছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা,আল হেলাল মাহমুদ জানান,এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা