মোহাইমিনুল ইসলাম, উলিপুর: ক্যাথলিক চার্চের প্রধান এবং ভ্যাটিকান সিটি স্টেটের রাষ্ট্রপ্রধান পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বৃহস্পতিবার থেকে বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে তিন দিন শোক পালন করা হচ্ছে। গত বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয় বৃহস্পতিবার থেকে শনিবার বাংলাদেশের সব সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশের বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে।
এই নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জাতীয় পতাকা অর্ধনমিত না করে পূর্ণ উত্তোলন ও তাঁর বিদেহী আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনার আয়োজন না করার ঘটনা ঘটেছে কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধামশ্রেণী ইউনিয়ন ভূমি অফিসে।
বৃহস্পতিবার( ২৪ এপ্রিল) দুপুর ২ টার পর গেলে জাতীয় পতাকা পূর্ণ উত্তোলন করে রাখা দেখতে পাওয়া যায়।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে অফিসে এসে পতাকা পূর্ন উত্তোলন করেছে অফিস কতৃপক্ষ এবং এখন পর্যন্ত পূর্ণ উত্তোন করেই রাখা হয়েছে।
বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে পরবর্তীতে ৩ টার দিকে জাতীয় পতাকা অর্ধনমিত করতে দেখা যায়।
এ বিষয়ে ধামশ্রেণী ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তা আইয়ুব আলী বলেন, বিষয়টি আমার জানা ছিলো না এবং অফিস থেকেও আমাদের বলে নি। বিষয়টি ইউএনও স্যার পরবর্তীতে বলার পর নামানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার সাহা জানান, ওই ভূমি সহকারী কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ ইস্যু করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা