মোহাইমিনুল ইসলামঃ ভারত থেকে কুড়িগ্রামের উলিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ১০০ বোতল ভারতীয় মদ আটক করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার(১৫ ডিসেম্বর) সন্ধ্যায় বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন-২২ উক্ত মদের চালানটি আটক করে।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)র অধিনায়ক লেঃ কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) এর অধীনস্থ যাত্রাপুর বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে মাদকদ্রব্য পাচারের তথ্য পাওয়া যায়। ওই তথ্যের ভিত্তিতে যাত্রাপুর বিওপি’র একটি ০৬ সদস্যের টহলদল উলিপুর উপজেলার পোড়ারচর নামক স্থানে নদী পথে নৌকাযোগে গিয়ে অবস্থান গ্রহন করে। সে সময় টহলদল ১ জন চোরাকারবারীকে ১টি বস্তা মাথায় নিয়ে নদী পার হতে দেখে তাকে আটকের জন্য ধাওয়া করে। চোরাকারবারী বিজিবি’র উপস্থিতি বুঝতে পেয়ে তার মাথায় থাকা বস্তাটি ফেলে দ্রুত ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল ওই স্থানে তল্লাশি অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ১টি প্লাষ্টিকের বস্তা হতে ১০০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়।
আটককৃত মদের সিজার মূল্য ১ লক্ষ ৫০ হাজার টাকা।