কাইয়ুম মাহমুদ, উল্লাপাড়া: বগুড়া-নগড়বাড়ি মহাসড়কের সলংগা থানার হাটিকুমরুল নামকস্থানে যাত্রীবাহী বাসচাপায় মটোর সাইকেল আরোহী ইউপি সদস্য জাহেদুল ইসলাম (৩৫) নিহত হয়েছেন।
বুধবার দুপুর ২ টার দিকে হাটিকুমরুল ইউনিয়ন পরিষদ থেকে মোটরসাইকেল যোগে বাড়ী যাওয়ার পথে বাস চাপায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।
তিনি হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া কান্দাপাড়া গ্রামের আব্দুল হাকিমের ছেলে এবং ২ নং ওয়ার্ডের একজন ইউপি সদস্য ছিলেন। মৃত্যু কালে তিনি নাবালক দুই মেয়েসহ অসংখ্য গুনিজন ও আত্মীয়স্বজন রেখে যান। এই মর্মান্তিক দুর্ঘটনায় তার এলাকায় ও ইউনিয়ন বাসীর মধ্য শোকের ছায়া নেমে এসেছে ।
হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, বুধবার দুপুর ২ টার দিকে ইউনিয়ন পরিষদ থেকে ওই ইউপি মেম্বার মটোর সাইকেলযোগে বাড়ি ফিরছিল। এ সময় উল্লিখিত স্থানে পৌঁছলে রংপুরগামী যাত্রীবাহী একটি বাসচাপায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে থানায় আনে এবং কোন অভিযোগ না থাকায় তার লাশ বিকেলে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা