কবির হোসেন, টাঙ্গাইল: আজকে নির্বাচন নিয়ে টালবাহানা করা হচ্ছে। আওয়ামী লীগের কারণে বিগত তিন নির্বাচনে দেশের জনগণ ভোট দিতে পারেনি। কারণ তারা জনগণের শক্তি ও ভোটকে ভয় পেত। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ নির্বাচন চায়। কিন্তু নির্বাচন নিয়েও ষড়যন্ত্র হচ্ছে।
জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ না থাকলে তাহলে ফ্যাসিবাদ আবার সুযোগ নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু।
মঙ্গলবার দুপুরে টাঙ্গাইলে শহীদ মিনারে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সুলতান সালাউদ্দিন টুকু বলেন, বাংলাদেশের মানুষের বিপক্ষে যখন যে গেছে, তার পরিস্থিতি ভালো হয়নি। এরশাদ জনগণের ভোটকে লুণ্ঠন করেছিল, এরশাদ টিকতে পারেনি। ‘খুনি শেখ হাসিনা’ জনগণের ভোট কেড়ে নিয়েছিলেন। ফ্যাসিবাদ উপাধি পেয়ে জনগণ থেকে ধিক্কৃত হয়ে বিদায় নিতে বাধ্য হয়েছেন।
তিনি বলেন, যারা গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চাচ্ছেন, তাদের বিরুদ্ধে জনগণ আবার গর্জে উঠবে। আর তালবাহানা না করে জনগণের সেন্টিমেন্ট অনুযায়ী দ্রুত নির্বাচন দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা