নিজস্ব প্রতিবেদক: অমর একুশে বইমেলায় আওয়ামী যুবলীগের স্টলে ভীড় করছেন পাঠকরা। রাজনৈতিক নেতাকর্মীসহ সাধারণ পাঠকরা এই স্টলে এসে বই দেখছেন এবং পছন্দমত বই ক্রয় করছেন।
আজ রোববার (১৯ ফেব্রুয়ারি) বিকালে যুবলীগের স্টলে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম উপস্থিত হয়ে নিজেই পাঠকের হাতে বই তুলে দেন।
স্টলটিতে আজ সবচেয়ে বেশি বই বিক্রি হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা অসমাপ্ত আত্মজীবনী ও ‘আমার দেখা নয়া চীন’ বই দুটি এবং যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মণির লেখা ‘দূরবিনে দূরদর্শী’ বইগুলো যুবলীগের নেতাকর্মীসহ বই প্রেমী পাঠকরা লাইনে দাড়িয়ে বই কিনতে দেখা গেছে। এছাড়া স্টলে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও যুবলীগের বিভিন্ন বই পাওয়া যাচ্ছে।
এসময় যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল, দফতর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ'সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা