যায়যায়কাল প্রতিবেদক : সেনা কর্মকর্তাদের পর এবার নৌ-বাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে।
সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একাধিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তদুর্ধ্ব মর্যাদার কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
নাম প্রকাশ না করার শর্তে এক অতিরিক্ত সচিব জানান, বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে শুধু 'সেনা কর্মকর্তাদের' ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছিল।
আজ সোমবার আগের আদেশটিতে সংশোধন এনে সেটা 'সশস্ত্র বাহিনী' করা হয়েছে।
আরেক কর্মকর্তা জানান, সমুদ্র উপকূলীয় এলাকাগুলোতে নৌ-বাহিনীর কর্মকর্তারা অপরাধ নিয়ন্ত্রণে বিভিন্ন ধরনের কাজে যুক্ত থাকেন। মূলত সেই লক্ষ্যেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতার আওতা বাড়ানো হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ১৭ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে সংশোধন এনে 'সেনাবাহিনী'র জায়গায় 'সশস্ত্র বাহিনী' শব্দটি যোগ করা হয়েছে। তবে এর জন্য নতুন প্রজ্ঞাপন জারি করা হয়নি, পুরোনো প্রজ্ঞাপনের একই স্মারক ও তারিখ প্রতিস্থাপিত হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা