নাঈম হোসেন, রাজশাহী : প্রাণনাশের আশঙ্কায় থানায় জিডি করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী। গত বৃহস্পতিবার রাতে গোদাগাড়ী থানায় এই জিডি করা হয়েছে বলে জানা গেছে।
জিডিতে এমপি ওমর ফারুক চৌধুরী অভিযোগ করেন,বৃহস্পতিবার আমি বাসা থেকে মিটিং এ যাবার পূর্বে সংবাদ পাই যে গোদাগাড়ী উপজেলা চত্ত্বরে প্রায় দুই/আড়াই হাজার আওয়ামী চেতনাবিরোধী সন্ত্রাসী দাঙ্গাবাজ লোক সমবেত হয়েছে। বিষয়টি নিশ্চিত হবার জন্য গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মোবাইল করলে তিনি উক্ত ঘটনার সত্যতা স্বীকার করেন। পরে আমি বেলা আনুমানিক ১২ টা ৩০ মিনিটে উপজেলা চত্বরে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জিজ্ঞাসা করি যে, এতোগুলো লোক সমবেত হওয়ার জন্য তার নিকট থেকে কেউ পূর্বানুমতি গ্রহণ করেছেন কিনা? উত্তরে তিনি জানান যে, এ বিষয়ে তার নিকট থেকে কেউ কোনো ধরনের অনুমতি গ্রহণ করেন নাই। আমি উপজেলা চত্বরে উপস্থিত হলে কয়েকজন সাংবাদিক আমাকে বিভিন্ন ধরনের অপ্রাসঙ্গিক এবং অবান্তর প্রশ্ন করলে আমি তাদেরকে পেশাদার সাংবাদিকের মতো প্রশ্ন করবার জন্য অনুরোধ করি। উপজেলা চত্বরে উপস্থিত হয়ে লোকজনের নিকট হতে জানতে পারি যে, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান মো. বেলাল উদ্দিন সোহেলের নেতৃত্বে তারা সেখানে উপস্থিত হয়েছে। আরো জানতে পারি যে, তারা আমার প্রাণনাশের জন্য দূরভিসন্ধি করে সেখানে উপস্থিত হয়েছে। তারপর আমি মিটিং শেষ করে বাসায় ফিরে আসি।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, তদন্তাধীন বিষয় নিয়ে আমি কোনো মন্তব্য করব না। এটুকু বলতে পারি যে, এমপি মহোদয় একটা জিডি করেছেন। শুক্রবার আদালতে জিডি তদন্তের অনুমতি চাওয়া হয়েছে। অনুমতি পেলে তদন্ত করে দেখা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা