এস এম আক্কাস, সিরাজগঞ্জ: ফুটবল খেলা অতি প্রাচীন। কালের বিবর্তনে এ খেলা বর্তমানে একটি আধুনিক খেলায় পরিণত হয়েছে।
বাংলাদেশ একটি ছোট দেশ হলেও ফুটবল খেলা এখানেও কম জনপ্রিয় নয়। তাই গ্রাম বা শহর- সর্বত্র এই খেলা অনুষ্ঠিত হয়ে থাকে।
তার ধারাবাহিকতায় শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়া কান্দাপাড়া উচ্চ বিদ্যালয়ের এসএসসি ২০১৪ ব্যাচের প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। উক্ত ফুটবল খেলায় অংশগ্রহণ করেন এসএসসি ২০১৪ ব্যাচের ছাত্ররা। তারা তাদের মধ্যে দুইটা দল করেন। তারা হলেন বিবাহিত এবং অবিবাহিত। শনিবার বিকেল ৪টা ৩০ মিনিটে বিদ্যালয়ের মাঠে শুরু হয় এ খেলা।
বিবাহিত দলে ছিলেন: শফিকুল ইসলাম নাদিম, হাবিবুল্লাহ, সরোয়ার সেখ মোমিন, এস এম আক্কাস আলী আকাশ, রাজা রাজ, মুন্না মিয়া, নুরনবী সেখ, মাসুদ রানা, এনামুল হক, নাহিদ আল হাসান, জাহিদ রয়, শুভ পাপ্পু রাজ বাপ্পি।
অবিবাহিত দলে ছিলেন: আলমগীর হোসেন মাসুদ রানা, শান্ত শেখ, সাজু মিয়া, ইবরাহীম খা, হৃদয় খান, কাদের মুন্সী রফিকুল রাজ, বুলবুল, রুহুল, সৌরভ মামুন।
ফুটবল ম্যাচটি হয়েছে জমজমাট। দুই দলই শুরু থেকে লড়াইয়ের মনোভাব নিয়ে মাঠে নামেন। তারা পাল্টা-পাল্টি আক্রমণ করে। ২০ মিনিট খেলা অতিবাহিত হলে প্রথম বিবাহিত দলের গোল রক্ষকের বাধা পার হয়ে গোল হয়।
দ্বিতীয়ার্ধের পর আবার পাল্টা আক্রমণ চলে। জমে ওঠে আবার খেলা। শেষ পর্যন্ত ম্যাচের ফল যায় অবিবাহিত দলের পক্ষে। ২-১ গোলের ব্যববধানে তারা জয়ী হয়।
বছরভিত্তিক আয়োজিত এই টুর্নামেন্টে খেলার আয়োজক ছাত্ররা প্রধানত তারা নিজেরাই বছরের মাঝামাঝি নয়ত এক বা দুই মাস পরে এ খেলার আয়োজন করে থাকে। তারা তাদের বয়সের সাথে সময়ের তাল মিলিয়ে দুইটি দল করে এমন আয়োজন করে থাকেন। খেলা পরিচালনা করেন রেফারি সবুজ মন্ডল, সহকারী রেফারি মিঠু ও লিমন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা