
মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বহু অভিযোগে অভিযুক্ত গাজীপুর মহানগরীর গাছা থানা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মুজিবুর রহমান খান ওরফে মুজিবুর মেম্বারকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে নগরীর বোর্ডবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় প্রভাব খাটিয়ে মুজিবুর রহমান খান নিজেকে গাজীপুরের অন্যতম বৃহৎ ওয়াকফ সম্পত্তি মহরখান ওয়াকফ এস্টেটের স্বঘোষিত মোতাওয়াল্লি দাবি করেন। এরপর ওই ওয়াকফ এস্টেটের শত শত কোটি টাকার সম্পত্তি অবৈধভাবে দখল ও নিয়ন্ত্রণে নেন তিনি ও তার স্বজনরা এমন অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকাজুড়ে আলোচিত।
অভিযোগ রয়েছে, রাজনৈতিক ছত্রছায়া ব্যবহার করে ওয়াকফ সম্পত্তির আয়, ভাড়া ও ব্যবস্থাপনায় অনিয়ম চালানো হলেও ভুক্তভোগীরা ভয়ে প্রকাশ্যে কথা বলতে পারেননি। প্রভাব বিস্তার ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে এলাকায় একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিলেন মুজিবুর মেম্বার।
জানা যায়, ২০১৮ সালে সাবেক আওয়ামী লীগ দলীয় স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেলের হাতে স্বর্ণ দিয়ে তৈরি দলীয় প্রতীক নৌকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন মুজিবুর রহমান খান। এরপর থেকেই এমপি রাসেলের রাজনৈতিক শেল্টারে থেকে তিনি এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন বলে স্থানীয়দের অভিযোগ।
আটকের বিষয়ে গাছা থানার ওসি মুহাম্মদ মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, মুজিবুর রহমানকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। অভিযোগগুলো খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের অভিযোগের প্রেক্ষিতে এই আটকের মাধ্যমে ওয়াকফ সম্পত্তি দখল ও অনিয়মের বিষয়গুলো সামনে আসার সুযোগ তৈরি হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা