
প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৩:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৭, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
কক্সবাজারে র্যাব-পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৪৮১ কেজি পলিথিন জব্দ

মো. ওসমান গনি (ইলি), কক্সবাজার: কক্সবাজার শহরের বড় বাজার এলাকায় নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে র্যাব-১৫ ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান চালানো হয়েছে।
বুধবার সকাল ১১টায় পরিচালিত এই মোবাইল কোর্টে ৪৮১ কেজি পলিথিন জব্দ করা হয় এবং তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১৫ এর কোম্পানি কমান্ডার মেজর মো. নাজমুল ইসলাম, সিনিয়র সহকারী পুলিশ সুপার দেবজিত পাল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু হাসান।
এছাড়া শহরের লিংক রোড ও চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্ট বসিয়ে পরিবহন চালক ও শ্রমিকদের পলিথিন ব্যবহার না করার বিষয়ে সচেতন করা হয়।
র্যাব জানায়, পলিথিনের ক্ষতিকর দিক তুলে ধরে আগেই সচেতনতামূলক ক্যাম্পেইন চালানো হয়, যার ইতিবাচক প্রভাব পড়েছে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা