কক্সবাজার প্রতিনিধি: গরিবের ভিজিএফ চাল নিয়ে অনিয়মের অভিযোগের ভিত্তিতে সংবাদ প্রচার করায় সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কক্সবাজারের উখিয়ার এক ইউপি সদস্য।
গত ২৮ মে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (উখিয়া) আদালতে মামলাটি বাদী হয়ে দায়ের করেন উপজেলার রাজাপালং ইউপির ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ছৈয়দ হামজা।
মামলায় উখিয়ার ৪ স্থানীয় সাংবাদিক দৈনিক মানবজমিনের নিজস্ব প্রতিবেদক সরোয়ার আলম শাহীন, সময়ের কন্ঠস্বরের উখিয়া প্রতিনিধি মোহাম্মদ ফেরদৌস, দি টেরিটোরিয়্যাল নিউজের বিশেষ প্রতিনিধি ইশতিয়াক নূর নিশান ও দৈনিক খবরের কাগজের উখিয়া প্রতিনিধি রিদুয়ান সোহাগ সহ ৬ জনকে আসামি করা হয়েছে। মামলাটি তদন্তের জন্যের পিবিআইকে নির্দেশ দিয়েছেন আদালত।
এদিকে মামলাটি ‘মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত’ উল্লেখ করে অনতিবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছে উখিয়া সহ কক্সবাজারের সাংবাদিক সমাজ। এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে নেটিজেনরা জানাচ্ছেন প্রতিবাদ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা