রতন ঘোষ ,কটিয়াদী: কিশোরগঞ্জের কটিয়াদীতে ডলার এ ডে অষ্ট্রেলিয়া এর সৌজন্যে বাংলাদেশ মানাবাধিকার কমিশন কটিয়াদী উপজেলা শাখা কতৃক ফেকামারা ফাজিল মাদ্রাসা সংলগ্ন এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহঃপ্রতিবার সকালে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ মাওলানা আনোয়ার উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা মানবাধিকার কমিশনের নিবাহী সভাপতি ও সাংবাদিক মোঃ আব্দুল কুদ্দুছ।
বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার কমিশনের উপজেলা সেক্রেটারি কামরুজ্জামান বাচ্চু ,সাংগঠনিক সম্পাদক মোঃ জামিল হোসেন, অন্যতম সদস্য শফিকুল ইসলাম প্রমূখ। এছাড়াও উপজেলা ও পৌরসভার মানবাধিকার কমিশনের দায়িত্বপ্রাপ্ত লোকজন উপস্থিত ছিলেন।
ডলার এ ডে (অষ্ট্রেলিয়া) এর সংগঠক জুবায়ের মাসুম বলেন, মানবতার প্রতি ভালোবাসা ও সহানুভূতি একটি মহান মূল্যবোধ যা সমাজকে বদলে দিতে পারে। মানবিক যে কোনো কাজকে প্রাধান্য দিতে আমরা সকলে সম্মেলিত ভাবে একটি শক্তিশালী প্লাটফর্ম দাঁড় করানো সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা