খাঁন মো. আ. মজিদ
কথা দিয়া কথা রাখে না
এ ভবেতে আসিয়া ॥
পরকালে কি জবাব দিবে
সেই কথা তোর নাই জানা (২)
আমার মত কপাল পোড়া
এই জগতে নাই ॥
যে আমারে ভালবাসত।
সে তো আমার কিছু নয় (২)
আমি যারে বিশ্বাস করতাম
সে তো বড় ভাল ছিল ॥
ও তার মধ্যে গড়ল ছিল
তাতো আমার জানা নাই (২)
মজিদ পাগল কয় ভাবিয়া
এমন পিরিতি আর করোনা ॥
বেশি পিরিতি খ্যাতা ছিড়বো
সেই কথা কি তোর নাই জানা (২)
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা