নিজস্ব প্রতিবেদক: কমিটি ঘোষণা ছাড়াই বাংলাদেশ আওয়ামী যুবলীগ কুতুবদিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে৷
শনিবার (১১ মার্চ) বেলা ১২ টায় কুতুবদিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ত্রি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কুতুবদিয়া উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু জাফর ছিদ্দিকীর সভাপতিত্বে যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন লিটন ও আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাঈম বলেন, বঙ্গবন্ধু চেয়ে ছিলেন, এদেশের মানুষের মুখে হাঁসি ফোটাতে, দেশকে স্বাধীন করতে চেয়েছিলেন।
বাংলাদেশকে বিশ্বের মানচিত্রে সম্মান জনক জায়গা দিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ শেষ করতে চান। সেই কাজ গুলোই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা করে যাচ্ছেন। সেই কাজ গুলো করতে গিয়ে ১৮ বার তার উপর হামলা হয়েছে। তবু তিনি পিছপা হন নি।
তিনি আরো বলেন, যুবলীগের দায়িত্ব হলো, মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নমুলক কাজগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া। যুবলীগের নেতাকর্মীদের মাঠে থাকতে হবে। প্রতিযোগিতা থাকা ভালো, কিন্তু অসুস্থ প্রতিযোগিতা যদি থাকে, সেটা খারাপ। কোন অসুস্থ প্রতিযোগিতাকে ঠাঁই দেবো না। যুবলীগ প্রধানমন্ত্রীর ডাল হিসেবে থাকবে। নেতাকর্মীরা আপনাদের সহযোদ্ধা, এরা আপনাদের চাকুরি করেনা। তাদেরকে মূল্যায়ন করতে হবে।বঙ্গবন্ধু তাঁর নেতাদের অত্যন্ত ভালোবাসতেন। বঙ্গবন্ধুর আদর্শকে যদি আমরা ধারণ করে থাকি, তাহলে আমরা আমাদের নেতাকর্মীদের ছোট করতে পারি না। বঙ্গবন্ধুর মতো নেতা আমরা জীবনে আর পাবো না। বঙ্গবন্ধু কখনো ভোগের রাজনীতি করেন নাই, সবসময় ত্যাগের রাজনীতি করেছেন।
উক্ত সম্মেলনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান সোহাগ, কক্সবাজার জেলা আ.লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী,কুতুবদিয়া-মহেশখালীর সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক,জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুর,সাধারণ সম্পাদক শহিদুল হক সোহেল,কেন্দ্রীয় যুবলীগের সাবেক সদস্য খোরশেদ আলম কুতুবী, কেন্দ্রীয় যুবলীগের সদস্য ইশতিয়াক আহমেদ জয়,গিয়াসউদ্দিন আজম,কুতুবদিয়া উপজেলা আ.লীগের সভাপতি মোঃ আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ তাহের, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি ছৈয়দা মেহেরুনেছা, সহ উপজেলা ও জেলা আ.লীগ,যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
উক্ত সম্মেলনে উপজেলা ও ইউনিয়ন যুবলীগের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সম্মেলনের প্রথম অধিবেশন শেষে জেলা যুবলীগের সভাপতি সোহেল আহমদ বাহাদুরের সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় কেন্দ্র থেকে কমিটি ঘোষনা দেওয়া হবে বলে জানিয়ে দ্বিতীয় অধিবেশন শেষ করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা