মোহাম্মদ মিজানুর রহমান, চট্টগ্রাম: চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় তল্লাশি চালিয়ে এক নারী ইয়াবা পাচারকারীকে আটক করেছে কর্ণফুলী থানা পুলিশ।
বুধবার দুপুরে উপজেলার মইজ্জারটেক এলাকায় পুলিশের তল্লাশি চৌকির সামনে থেকে তাকে আটক করা হয়।
ওই নারী কক্সবাজার টেকনাফ থানার হোয়াইক্যাং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল হাকিমের কন্যা মনোয়ারা বেগম প্রকাশ মনু (২৯)। এ সময় তার কাছ থেকে ৯ হাজার ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করে পুলিশ।
কর্ণফুলী থানা সূত্র জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রাম শহরে ইয়াবা পাচার করছিলেন মনু। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে মইজ্জারটেক এলাকায় পুলিশের তল্লাশি চৌকির সামনে থেকে তাকে গ্রেপ্তার করে।
এ বিষয়ে জানতে চাইলে কর্ণফুলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মেহেদী হাসান বলেন, ইয়াবা পাচারকালে ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা