মো. নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার: নেত্রকোনায় বসবাসরত কলমাকান্দা উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিয়ে গঠিত হয়েছে নেত্রকোনাস্থ কলমাকান্দা পরিবার। শুক্রবার সন্ধায় নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংগঠনটির আলোচনা সভা ও আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
সাবেক ব্যাংক কর্মকর্তা এম জাহের উদ্দিনের সভাপতিত্বে ও মো. মোশফিকুর রহমান রুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় নেত্রকোনায় বসবাসরত কলমাকান্দা উপজেলার বিভিন্ন ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।
এই সময় বক্তারা নেত্রকোনায় বসবাসরত কলমাকান্দার যেকোনো ব্যক্তির বিপদে আপদে পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন। তাছাড়া নেত্রকোনায় অধ্যায়নরত শিক্ষার্থীদের বৃত্তি সহ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
আলোচনা সভা শেষে সর্বসম্মতিক্রমে অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম খোকনকে আহবায়ক ও মো. মোশফিকুর রহমান রুবেলকে সদস্য সচিব করে ৪১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা