কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :কসবায় মানব কল্যান সংগঠন মানুষ মানুষের জন্য “মামাজ”এর উদ্যোগে (৩১শে মার্চ) শুক্রবার সকাল ১০ টায় রমজান উপলক্ষে দুঃস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করা হয়। এ উপলক্ষে কসবা পৌর এলাকা শাহ্পুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে সংগঠনের উপদেষ্টা গ্রামীন ব্যাংকের অবসর প্রাপ্ত ডেপুটি জেনারেল ম্যানেজার মোসলেহ উদ্দিন এর সভাপতিত্তে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন কসবা পৌরসভার মেয়র এম.জি হাক্কানী। বিশেষ অতিথি ছিলেন সমাজ সেবা অধিদপ্তরের উপপরিচালক মোস্তাফা মাহমুদ সারোয়ার, কসবা উপজেলা আওয়ামীলীগ সাবেক সাধারণ সম্পাদক কাজী আজাহারুল ইসলাম, কসবা প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক মোঃ শাহ আলম চৌধুরী, মোঃ বশির আহমদ চৌধুরী। সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফুরকানুল ইসলাম হিমেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি গোলাম সারোয়ার, ডা. আনোয়ার হোসেন বাবুল, কাউন্সিলর জসিম উদ্দিন চৌধুরী ও সাজ্জাদ হোসেন প্রমুখ।
সভায় ভিবিন্ন গ্রামের ৩০০ দুঃস্থ নারী-পুরুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। পরে সংগঠনের পক্ষ থেকে চিকিৎসা সেবায় অবদান রাখার জন্য ২৩ জন চিকিৎসক কে সম্মামনা সরুপ ক্রেস্ট প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা