নিজস্ব প্রতিবেদক (কুষ্টিয়া) : সাংবাদিকতার পথিকৃৎ কাঙ্গাল হরিনাথ মজুমদার এর ১৯০ তম জন্মজয়ন্তী উপলক্ষে কাঙ্গাল হরিনাথ মজুমদার সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা বিতান কুমার মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমারখালী শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান আইয়ুব, কাঙ্গাল হরিনাথ মজুমদার সাংস্কৃতিক সংগঠনের সাধারণ সম্পাদক কাঙ্গাল মজিবর, অধ্যাপক আব্দুল মান্নান ফকির, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব বিমল কুন্ডু।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার, কবি ও প্রাবন্ধিক লিটন আব্বাস, কাঙ্গাল হরিনাথ মজুমদার এর চতুর্থ বংশধর গীতা রানী মজুমদার, নিজেরা করি সংগঠনের অঞ্চল সমন্নয়ক কামাল হোসেন প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন পার্থ প্রতিম ঘোষ ও আল আমিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাঙ্গাল হরিনাথ মজুমদার সাংস্কৃতিক সংগঠনের সভাপতি শিশির কুমার বিশ্বাস। কুমারখালী শিল্পকলা একাডেমীতে রাত সাড়ে আটটায় আলোচনা অনুষ্ঠান শেষে কেক কাটার পর সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা