কাজিপুর(সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের কাজিপুরে জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা এগারটায় কজিপুর উপজেলা প্রেসক্লাবে এ উপলক্ষ্যে এক আলোচনা সভা ও কেক কাটা হয়।
কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার কাজিপুর প্রতিনিধি শাহজাহান আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী।
যায়যায়দিন কাজিপুর ফোরামের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় পত্রিকাটির সমৃদ্ধি কামনা করেন প্রধান অতিথি।
অনুুষ্ঠানে মোহাম্মদ নাসিম চালিতাডাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ ফজলুল হক, কাজিপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, ভেটেরিনারী সার্জন মাহমুদুল হাসান, সহকারি শিক্ষা অফিসার আবু সাঈদ, কাজিপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সহকারি অধ্যাপক আবদুল জলিল, শুভগাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিনসহ অন্যান্য সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন অতিথিবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা