সাইদুল ইসলাম আবির, বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জে নতুন উপজেলার দাবিতে ইউনিয়ন গনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পূর্বাঞ্চলের ৬ ইউনিয়ন নিয়ে স্বতন্ত্র উপজেলা গঠনের দাবিতে বিভিন্ন সভা,সমাবেশ,লিফলেট বিতরণ করে আসছে শিক্ষার্থী সহ নানা শ্রেণী পেশার মানুষ। তাঁরই ধারাবাহিকতায় প্রতিটি ইউনিয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষে সভা সমাবেশ আয়োজন করছে শিক্ষার্থী সন নানা শ্রেণী পেশার মানুষ।
ইতোমধ্যে নতুন উপজেলা গঠনের দাবীতে 'যমুনা উপজেলা বাস্তবায়ন পরিষদ" এর ব্যানারে প্রচার প্রচারণা করে আসছে শিক্ষার্থীরা।মঙ্গলবার বিকেল ৪টায় ‘যমুনা উপজেলা’ গঠনের দাবিতে এক বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নিশ্চিন্তপুর ইউনিয়ন বাজার মসজিদ এর সামনে।
আবুল কালাম আজাদ মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ও উত্তরা ইউনিভার্সিটির প্রভাষক মুদ্দাচ্ছির রহমান। মাওলানা মাসুদুর রহমানের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া মতবিনিময় সভায় বক্তারা কাজিপুরের পূর্বাঞ্চলের ছয়টি ইউনিয়নসহ আশেপাশের এলাকার জনগণের ভোগান্তি তুলে ধরে দ্রুত একটি পৃথক ‘যমুনা উপজেলা’ গঠনের দাবী তোলেন।
এসময় বিশিষ্টজনের মধ্যে বক্তব্য রাখেন মো. আব্দুর রাজ্জাক, রেজাউল করিম মাস্টার,হাফেজ মো. আলতাফ হোসেন,আলী আশরাফ দুদু, মাসুদুর রহমান,আব্দুর রহমান মেম্বার,মাওলানা আনোয়ার হোসেন,বাবলু মাস্টার,সাইদুর রহমান মেম্বার, দুলাল হোসেন, আব্দুল মোন্নাফ মেম্বার সহ প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা তাঁদের দীর্ঘদিনের বঞ্চনার কথা তুলে ধরে বলেন, যমুনা নদীর কারণে কাজিপুরের পূর্বাঞ্চল প্রশাসনিকভাবে অবহেলিত ও উন্নয়নবঞ্চিত হয়ে পড়েছে।
জরুরি প্রয়োজনে রাতের বেলায় নদী পারাপার সম্ভব হয় না, ফলে রোগী নিয়ে চিকিৎসার জন্য উপজেলা সদর বা জেলা সদরে পৌঁছাতে দেরি হয়, যার ফলে অনেক প্রাণ অকালে ঝরে যায়।
এসময় তাঁরা যোগাযোগ ব্যবস্থার কথা তুলে ধরে বলেন,সড়ক ও যোগাযোগব্যবস্থা অত্যন্ত দুর্বল, শিক্ষার্থীদের স্কুল-কলেজে যেতে কষ্ট হয়, কৃষকদের উৎপাদিত পণ্য বাজারজাত করতে সমস্যার সম্মুখীন হতে হয়।
এছাড়াও প্রশাসনিক, স্বাস্থ্য, শিক্ষা সহ নানা ধরনের সেবা প্রাপ্তির অসুবিধার কথা তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা। তাদের দাবী সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যতদ্রুত সম্ভব যমুনা উপজেলা বাস্তবায়ন করে চরবাসীর ভোগান্তি লাঘব করবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা