কামরুল হাসান, ফটিকছড়ি: ফটিকছড়ি উপজেলার কাঞ্চন নগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফটিকছড়ি থানার আমীর নাজিম উদ্দিন ইমু।
গত শুক্রবার আয়োজিত অনুষ্ঠানে কাঞ্চন নগর ইউনিয়ন জামায়াতের সভাপতি এডভোকেট আমিন উল্লাহর সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মাস্টার ফারুক আজম, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের এসিস্ট্যান্ট সেক্রেটারি ও ইউনিয়ন শ্রমিক ফেডারেশন সভাপতি লোকমান চৌধুরী, ইউনিয়ন সহ সভাপতি মিনহাজুল ইসলাম চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল জব্বার বলেন; “জামায়াত নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছে, কিন্তু দেশ ছেড়ে পালিয়ে যায়নি। আমরা দ্বীন কায়েমের আন্দোলন করি। ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে অনায়াসে দুর্নীতি বন্ধ হয়ে যাবে, অনায়াসে চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে। থানা আমীর নাজিম উদ্দিন ইমু বলেন; মানব রচিত বিধান দিয়ে পৃথিবীতে শান্তি আসতে পারে না। একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য জামায়াতে ইসলামীর কোনো বিকল্প নেই।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা