
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ৯:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৬, ২০২৫, ১০:২২ অপরাহ্ণ
কারাগারে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু

খান মো. আঃ মজিদ দিনাজপুর: দিনাজপুর কারাগারে বন্দী থাকা অবস্থায় শামছুল হক মন্ডল (৪৬) নামে এক সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু হয়েছে।
বুধবার সকালে দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কারা সূত্রে জানা গেছে, ভোর সোয়া ৫টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন শামছুল হক। তাৎক্ষণিকভাবে তাকে কারা হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার উন্নতি না হওয়ায় পরে পৌনে ৬টার দিকে দিনাজপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত শামছুল হক মন্ডল রংপুরের পীরগঞ্জ উপজেলার বদনা পূর্বপাড়া এলাকার মৃত মোজাম মন্ডলের ছেলে।
তিনি দিনাজপুরের ঘোড়াঘাট থানার ২০১২ সালের আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ ও ২০১৪ সালের আরেকটি মামলায় সাজাপ্রাপ্ত ছিলেন। একটি মামলায় তার পাঁচ বছর এবং অন্যটিতে দুই বছরের সাজা হয়েছিল। এছাড়াও তার বিরুদ্ধে আরও একটি মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে।
তিনি ২০২৪ সালের ১৮ জুন থেকে দিনাজপুর কারাগারে বন্দী ছিলেন। দিনাজপুর কারাগারের জেল সুপার মো. মতিয়ার রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মরদেহ বর্তমানে দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা