

রকিবুজ্জামান, মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলার আলীনগর এলাকায় পালরদী নদীর ভাঙনে বিলীনের পথে পখিরা-কালীনগর সড়ক।
ভাঙন ঠেকাতে মাঝেমধ্যে মাদারীপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ দায় সারা ভাবে জিও ব্যাগ ফেললেও ভাঙন রোধে স্থায়ী কোনো উদ্যোগ নেয়া হচ্ছে না।
সম্প্রতি পালরদী নদীতে পানির স্রোত বৃদ্ধি পাওয়ায় কালকিনি উপজেলার নদী তীরবর্তী বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। আর এই অব্যাহত ভাঙনে পখিরা-কালীনগর সড়কের দুই-তৃতীয়াংশ নদীতে বিলীন হয়ে গেছে।
ভাঙন রোধে এখনই স্থায়ী ব্যবস্থা না নেয়া হলে যেকোনো সময় উপজেলা সদরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। শুধু তাই নয়, ভাঙনে এই স্থানের সড়কটি পালরদী নদীতে বিলীন হলে আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষের যোগাযোগ পুরোপুরি বিছিন্ন হয়ে যাবে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ৩০ বছর ধরে আলীনগর এলাকা ভাঙন কবলিত। পালরদী নদীর ভয়াল গ্রাসে কয়েক হাজার মানুষ নিঃস্ব হয়ে গেছে। নদী তীরের মানুষ প্রতিদিন আতঙ্ক নিয়ে বসবাস করে।পখিরা-কালীনগর সড়কটি ভেঙ্গে অনেকখানি বিলিন হয়ে গেছে। বাকিটা বিলীনের পথে। পানি উন্নয়ন বোর্ড জরুরি ভিত্তিতে ভাঙনরোধে ব্যবস্থা না নিলে পুরোপুরি ওই সড়কটি নদী গর্ভে চলে যাবে। বিছিন্ন হয়ে যাবে বেশ কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগ ব্যবস্থা।
স্থানীয় সাবেক কাউন্সিলর তারিকুজ্জামান সুরুজ জানান, ওই সড়কটির অংশ বারবার ভেঙে নদীতে বিলীন হচ্ছে। আর বারবার নামে মাত্র মেরামত হচ্ছে। সড়কটির মেরামতের কাজ মজবুতভাবে করলে আজকে এই অবস্তা হতো না।
মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. সানাউল কাদের খান জানান, আমরা কয়েক মাস আগে পখিরা ও আলীনগর ভাঙন এলাকায় জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করেছিলাম। বরাদ্ধ পেলে শিগগিরই আবার ডাম্পিংয়ের কাজ শুরু করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা