রকিবুজ্জামান,মাদারীপুর : মাদারীপুর জেলার কালকিনি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রমত্তা আড়িয়াল খাঁ নদ ও পালরদী নদীর পাশের বিভিন্ন এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। আকস্মিক এ ভাঙনে ঘর-বাড়ি ভিটে মাটি হারিয়ে দিশেহারা নদী পারের মানুষজন।
এলাকার মানুষের এমন দুর্ভোগ-দুর্দশার কথা শুনে নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন কালকিনি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম।
সোমবার বিকেলে উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের নদী ভাঙন এলাকা পরিদর্শন করেন তিনি।
পরে নদী ভাঙনের শিকার অসহায় পরিবারকে সহায়তার আশ্বাস দেন তাহমিনা বেগম এমপি।পাশাপাশি নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ারও আশ্বাস দেন তিনি।
এ সময় আরো উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ, পৌর ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম খলিলসহ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা