

রকিবুজ্জামান, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে বিভিন্ন কোম্পানির ভেজাল ওষুধ বিক্রির অপরাধে একজনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে কালকিনি থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মারগুব তৌহিদের নেতৃত্বে পুলিশের একটি দল কালকিনি উপজেলার কালাই সরদারের চর এলাকায় অভিযান পরিচালনা করে ভেজাল ওষুধসহ একজনকে আটক করেন।
আটককৃত ব্যক্তির নাম আব্দুল কাইয়ুম (৩৪)। তিনি কালকিনি উপজেলার ডিগ্রিরচর এলাকার আব্দুর রবের ছেলে। পরে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভেজাল ওষুধসহ গ্রেফতারকৃত ব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। দুপুরে এক পুলিশের পক্ষ হতে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাদারীপুর জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলমের দিক নির্দেশনায় কালকিনি থানা পুলিশের একটি দল উপজেলার কালাই সরদারের চর এলাকার মোল্লা মাদ্রাসার সামনে হতে বিভিন্ন কোম্পানির বিপুল পরিমান ভেজাল ওষুধসহ আব্দুর রব নামের একজনকে আটক করে। পরবর্তীতে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। উদ্ধারকৃত ভেজাল ওষুধের আনুমানিক মূল্য প্রায় ১০ হাজার টাকা।
এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)সরকার আবদুল্লাহ আল মামুন জানান, ভেজাল ওষুধ বিক্রির দায়ে একজনকে গ্রেফতার করা হয়েছে।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে হাজতে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা