রকিবুজ্জামান, মাদারীপুর : মাদারীপুরের কালকিনি উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরের সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার কালকিনি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করা হয়।
এতে ২০২৪-২৫ অর্থবছরের জন্য কালকিনি উপজেলায় মোট ৪ কোটি ৬৭ লক্ষ ৮২ হাজার ৭৮ টাকার সম্ভাব্য বাজেট ঘোষণা করা হয়।
উপস্থাপিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৩ কোটি ১৮ লক্ষ ৫৪ হাজার ৯ শত ১৮ টাকা।এছাড়া এডিপি হতে বরাদ্দ ধরা হয়েছে ১ কোটি ৪৯ লক্ষ ২৭ হাজার ১ শত টাকা।
কালকিনি উপজেলা চেয়ারম্যান তৌফিকুজ্জামান শাহীন এ বাজেট উপস্থাপন করেন।
কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন,কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল,উপজেলা প্রকৌশলী রেজাউল করিম,মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা