নিরেন দাস, জয়পুরহাট প্রতিনিধি: যায়যায়কাল পত্রিকায় গত শুক্রবার (২৩ ডিসেম্বর) "কালাইয়ে বিদায় লগ্নে নিয়োগ বাণিজ্য করলেন প্রিন্সিপাল কায়ুইম : পর্ব-১" এ শিরোনামে সংবাদ প্রকাশের পর মঙ্গলবার দুপুরে মামলা দায়ের করেছে ভুক্তভোগী পরিবার।
উল্লেখ থাকে যে জয়পুরহাট কালাইয়ে বহুতি জি' ইউ আলিম মাদ্রাসায় অফিস সহকারী কাম কম্পিউটার,আয়া, উপাধ্যক্ষ পদে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন মামলার বাদি ফারুক মিয়া মামলাটি তদন্তের দায়িত্ব কালাই থানা পুলিশকে দেওয়া হয়েছে।’
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) জয়পুরহাট বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ৫নং আমলী আদালতে মামলাটি করেন ওই পদে আবেদন কারী মাদ্রাসা সংলগ্ন বহুতি গ্রামের মো. লজিম উদ্দীনের ছেলে মো. ফারুক মিয়া। মামলায় বহুতি জি, ইউ আলীম মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি আল ফারুক ওরফে নয়ন চৌধী ও অধ্যক্ষ আব্দুল কাইয়ুম কে বিবাদী করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, ২০২০-২১ অর্থ বছরে আয়া ও অফিস সহকারী কাম কম্পিউটার এবং ২০২০-২১ অর্থ বছরে উপাধ্যক্ষ, অফিস সহকারী কাম কম্পিউটার ও আয়া পদে নিয়োগের জন্য বগুড়া থেকে প্রকাশিত দৈনিক করতোয়া পত্রিকায় গত (১৭জানুয়ারী) ২০২০ বিজ্ঞপ্তি প্রকাশ করে। বিজ্ঞপ্তি প্রকাশে ১৫ দিন পর নিরাপত্তা কর্মী পদে ১ জন, আয়া পদে ১ জন, উপাধ্যক্ষ পদে ১জন, অফিস সহকারী কাম কম্পিউটার পদে ১জন আবেদন করেন৷
স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল কাইয়ুমের চাকরি জীবনে ৩১ ডিসেম্বর অবসরে যাবেন বিদায়ের আগে নিজ স্বার্থ চরিতার্থে সুবিধা মত নিয়োগ দিতে পরিকল্পনা স্বরুপ কাজ শুরু করে।
গত ১৭ জুলাই ২০২২ আবার নতুন করে ওই পদে বিজ্ঞপ্তি দেওয়া হয়। বিজ্ঞপ্তি দেখে অনেকেই আবেদন করলেও ওই পদে গত ১৭ ডিসেম্বর ২০২২ তারিখে আয়া পদে নিয়োগ দেওয়া হয় ওই মাদ্রাসার সদস্যের স্ত্রী খাদিজাকে । এ কারণে নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছতা নিয়ে প্রশ্ন দেখা দেওয়ায় আয়া পদে আবেদনকারীর স্বামী মোঃ ফারুক মিয়া বাদী হয়ে আদালতে প্রতারনা মামলা দায়ের করে।
বহুতি জি, ইউ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুমের মামলার বিষয়ে জানতে চাইলে এ বিষয়ে আমার কিছু জানা নেই মামলার আরজি পেলে বলতে পারবো তবে বিধি গত ভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আমাদের নিয়োগ বোডে নাজিমউদ্দীন প্রিন্সিপাল উপস্থিত ছিলেন গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে৷
বহুতি জি" ইউ আলিম মাদ্রাসার নির্বাচিত কমিটির সভাপতি আল ফারুক ওরফে নয়ন চৌধরী বলেন, নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ প্রর্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে৷ বাদির মামলা মিথ্যা এই মামলা দিয়ে আমার কিছু হবে না৷
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা