মিহির মন্ডল, পিরোজপুর: শ্যামা পূজা উপলক্ষে পিরোজপুরের নাজিরপুরের শাঁখারীকাঠী ইউনিয়নের কালিগঙ্গা নদীতে এক কিলোমিটার দীর্ঘ ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে শাঁখারীকাঠী সর্বজনীন শ্রী শ্রী কালি মান্দিরের আয়োজনে কালিগঙ্গা নদীতে শাঁখারীকাঠী বাজার এর পাশ থেকে এক কিলোমিটার দীর্ঘ নৌকা বাইচ দেখতে উৎসবমুখর পরিবেশে কয়েক হাজার লোক নদীর দু’পাশে ভীড় জমায়।
শ্যামা পূজা উপলক্ষে গ্রামীণ ঐতিহ্য নৌকা বাইচ দেখতে বিভিন্ন গ্রাম থেকে কয়েক হাজার দর্শনার্থী কালিগঙ্গা নদীতে ট্রলার নিয়ে ভ্রমণ করেন এবং নদীর দু’পাশে ভীড় জমায়।
নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক নজরুল ইসলাম খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলার বিএনপির সদস্য সচিব আবু হাসান খান, নাজিরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম সিপার, শাঁখারীকাঠী সর্বজনীন শ্রী শ্রী কালি মান্দিরের সভাপতি অনুপ কুমার মন্ডল, সাধারণ সম্পাদক গৌতম হালদার, শাঁখারীকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি এস এম রেজাউল করিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম খান।
নৌকা বাইচ অনুষ্ঠানে ৮টি বাইচের নৌকা অংশগ্রহণ করে। পাশাপাশি শতাধিক ট্রলার নৌকা নিয়ে কয়েকশত দর্শনার্থীরা নদীতে বাইচের নৌকার সাথে অংশগ্রহণ করেন। এসময় কালিগঙ্গা নদী ও এর দুপাড়ে উৎসবমূখর পরিবেশ বিরাজ করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন এক ভিন্ন উৎসবে মিলিত হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা