
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ১২:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৯, ২০২৫, ৯:৩১ অপরাহ্ণ
কীটনাশক পানে নিঃসন্তান দম্পতির আত্মহত্যা

খান মো. আঃ মজিদ, দিনাজপুর: পারিবারিক কলহের জেরে বিষাক্ত কীটনাশক (গ্যাসের ট্যাবলেট) খেয়ে দিনাজপুরের বীরগঞ্জে এক দম্পতি আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার দুপুরে পুলিশ তাদের মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ দম্পতি হলেন— মানিক চন্দ্র রায় (৪০) ও তার স্ত্রী সুবাসী রানী রায় (৩৫)। মানিক চন্দ্র রায় উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের কামারপাড়া গ্রামের দীপেন রায়ের ছেলে। জানা গেছে, ১৭ বছর বিবাহিত জীবনে নিঃসন্তান ছিলেন মানিক চন্দ্র রায় এবং সুবাসী রানী রায়। পারিবারিক কলহের জেরে শুক্রবার রাতে নিজ বাড়িতে বিষাক্ত গ্যাসের ট্যাবলেট খান দুজনেই। শনিবার সকালে পরিবারের লোকজন জানতে পেরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুবাসী রানী রায় মারা যান। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মানিক চন্দ্র রায় মারা যান।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, এ ব্যাপারে বীরগঞ্জ থানায় একটি অপমৃত্যুর হয়েছে। মৃতদেহ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা