শাহদাৎ হোসেন লাল, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যাপক আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার জেলা বিএনপির র্যালি ও সমাবেশের আয়োজন করে।
বক্তারা বলেন, ৭ নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে জিয়াউর রহমানকে কারামুক্ত করে আলোয় বের করে নিয়ে আসে। বন্দিদশা থেকে মুক্ত হয়ে ক্রমান্বয়ে হয়ে ওঠেন দেশের মহান নেতা। অসীম সাহস ও প্রগাঢ় দেশপ্রেমের কারণে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় তাকে। দেশের আজকের পট পরিবর্তনে জিয়ার আদর্শ মেনে তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক জিয়াকে দেশে ফিরে এনে তার নেতৃত্বে দেশ গঠনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তারা।
সকাল ১১টায় জেলা বিএনপির পোস্ট অফিস পাড়াস্থ কার্যালয় থেকে র্যালি নিয়ে শহর প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা, সাবেক পৌর মেয়র ও জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু বকর সিদ্দিক, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব, জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রবিউল আলম সৈকত প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা