শাহদাৎ হোসেন লাল, স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের রাজারহাটে ছেলের বৌ ময়না বেগমের মৃত্যুর খবরে শুনে শ্বাশুড়ি আলো বেগম মৃত্যুবরণ করেন।
ঘটনাটি ঘটেছে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের চেতনা গ্রামের বাসিন্দা মৃত আউয়াল বকশি পরিবারে। শ্বাশুড়ি আলো বেগম (৮৫) মৃত আউয়াল বকশির স্ত্রী। আর ছেলে জাহাঙ্গীর হোসেন বকশির স্ত্রী ময়না বেগম (৫০) ।
প্রতিবেশীরা জানান, জাহাঙ্গীর হোসেন বকশির স্ত্রী ময়না বেগম অসুস্থ হলে সোমবার বিকালে পরিবারের লোকজন চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। পুত্রবধূর মৃত্যুর খবর জানতে পেয়ে মৃত্যুবরণ করেন বার্ধক্যজনিত রোগাক্রান্ত শ্বাশুড়ি আলো বেগম। একই সঙ্গে একইদিনে বৌ-শ্বাশুড়ির মৃত্যুতে শোকের মাতম পরিবার ও এলাকাজুড়ে।
মঙ্গলবার সকাল ১১টায় ময়না বেগমের জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। একই দিন বিকাল ৪টায় শ্বাশুড়ি আলো বেগমের জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেন তাদের পরিবার।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা