মোঃ রাশেদুল ইসলাম, কচাকাটা (কুড়িগ্রাম): শীতের হিমেল হাওয়া ও হাড় কাঁপানো ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। শীতের তীব্রতায় কষ্টে দিন কাটছে নিম্নআয়ের মানুষের। এতে বিপাকে পড়েছে তিস্তার তীরবর্তী চরাঞ্চলের মানুষ।
শুক্রবার (২৪ জানুয়ারি) কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে আলু পরিচর্যায় নিয়োজিত শ্রমিক শাহাজাহান আলী বলেন, কনকনে ঠান্ডায় পেটের দায়ে কাজে যাই, পা মাটিতে রাখতেই শরীর হিম হয়ে যায়।
রাজারহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, ৫ হাজার ৪ শত কম্বল বিতরণ করা হয়েছে।
কুড়িগ্রামের রাজারহাট কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, শুক্রবার জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। জানুয়ারি মাস জুড়ে তাপমাত্রা এ রকম থাকার সম্ভাবনা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা