আবু শামা, কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ফেনী স্টুডেন্টস্ এসোসিয়েশনের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
মঙ্গলবার (৯আগস্ট)বিজ্ঞান অনুষদের হল রুমে জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও মূসা ভূঁইয়ার সঞ্চলনায় এই নবীনবরণ অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড.মোহাম্মদ গোলাম মাওলা বলেন, ফেনী জেলা আয়তন থেকে ছোট হলে সাহিত্যের ক্ষেত্রে তার অবদান অনেক।শহীদুল্লাহ কায়সার, লাকী এনাম,সেলিমা আল দীন সহ অনেক সাহিত্যিক এই ফেনীর মানুষ।তোমরা অতীতকে ভুলে যাও বর্তমানকে মূল্যায়ন করলেই তোমরা সফলতা লাভ করতে পারবে।
সাধারণ সম্পাদক মূসা ভূঁইয়া বলেন,ফেনী মানুষের মন অনেক বড়।আমরা এসোসিয়েশন মাধ্যমে ফেনী থেকে আগত সকল শিক্ষার্থীদের সাহায্য করার চেষ্টা করি। উত্তরাঞ্চলের বন্যার সময় এসোসিয়েশন থেকে ৫০ হাজারের অধিক টাকা অনুদান হিসাবে দিয়েছি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. গোলাম মাওলা। অর্থনীতি বিভাগের প্রভাষক আয়েশা আক্তার। সোহেল রানা উপদেষ্টা ফেনী স্টুডেন্টস্ এসোসিয়েশন।
যায়যায়কাল/০৯আগস্ট২০২২/কেএম
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা