কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পাঁচজন সহকারী প্রক্টর নিয়োগ ও দুই জনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার মোঃ আমিরুল হক চৌধুরী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাসেনা বেগমকে দুই বছরের জন্য সহকারী প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক কাজী এম. আনিছুল ইসলাম, মাহমুদুল হাসান, নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক অমিত দত্ত, ফার্মেসী বিভাগের প্রভাষক মোঃ কামরুল হাসান দু'বছরের জন্য নিয়োগপ্রাপ্ত হয়েছেন।
এছাড়াও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু এবং ব্যবস্থপনা বিভাগের সহকারী অধ্যাপক মোশাররফ হোসেনের মেয়াদ এক বছর বৃদ্ধি করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা