শামীম হাসান খান কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট(বালক অনুর্ধ্ব-১৭) – ২০২১ এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে।
রবিবার বিকেলে কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে যুব ও ক্রীয়া মন্ত্রালয়ের সহযোগিতায় কুমারখালী এম,এন পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই খেলার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
কুমারখালী উপজেলার নির্বাহী অফিসার বিতান কুমার মন্ডলের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান লালু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মেরিনা আক্তার মিনা, যদুবয়রা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান মিজান সহ প্রমুখ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় মোকাবেলা করে শিলাহদহ ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ বনাম বাগুলাট ইউনিয়ন পরিষদ ফুটবল একাদশ।
খেলা পরিচালনা করেন কুমারখালী সরকারি কলেজের প্রভাষক বাবু চঞ্চল কুমার কর্মকার।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা