শাহ ইমরান, কুমিল্লা : কুমিল্লা মহানগরে দুই পক্ষের দ্বন্দ্বে ছাত্রদলের এক নেতা গুলিবিদ্ধসহ অন্তত ৮ জন আহত হয়েছেন।
রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ ছাত্রদল নেতা ফখরুল ইসলাম তুহিন নগরীর ২২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের আহ্বায়ক। আহত অন্যদের পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা লাকসাম সড়কের রামঘাটলা পৌর মার্কেটের সামনে একটি মাইক্রোবাস থেকে একটানাা ৮/১০ রাউন্ড ফাঁকা গুলি কয়েক যুবক। পরে পাশের ঈশ্বরপাঠশালা গেট পর্যন্ত যান তারা। এ সময় অস্ত্রের মহড়া দিয়ে বিপরীত পাশের ভিক্টোরিয়া কলেজের গলি দিয়ে চলে যান তারা।
ছাত্রদলের কয়েকজন কর্মী জানান, ছাত্রদল নেতাদের মধ্য দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই বিরোধকে কেন্দ্র করে কয়েক দিন পর পর দু’গ্রুপের মাঝে সংঘর্ষ হয়।
গোলাগুলির ঘটনা শুনে কুমিল্লা কোতয়ালী থানার ওসি ফিরোজ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করে।
এ বিষয়ে কুমিল্লার পুলিশ সুপার আবদুল মান্নান জানান, দলীয় বিষয় নিয়ে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ। এ ঘটনায় অস্ত্রধারীদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা