শাহ ইমরান, কুমিল্লা প্রতিনিধি: “সবার মুখে হাসি ফুটুক” এই স্নোগানকে সামনে রেখে দ্বীপ ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দুঃস্থ্য মানুষের মানুষের মাঝে শীতকালীন উপহার বিতরণ করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ২টায় বামইল স্কুল এন্ড কলেজ মিলনায়তনে স্কুল শিক্ষক মহি উদ্দিন লিটনের পরিচালনায় সমাজ সেবক লুৎফর রহমানের সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন, দ্বীপ ফাউন্ডেশনের কো অর্ডিনেটর ফেরদৌস আহম্মেদ চৌধুরী । প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোবারক হোসেন। বিশেষ অতিথি ছিলেন, সময় টেলিভিশনের ইতালী প্রতিনিধি মাকসুদ রহমান, সাংবাদিক শাহ ইমরান,সাইফুল ইসলাম রাজা, রফিকুল ইসলাম, ফয়েজ আহম্মেদ, মাহবুব মিয়া, নিজাম উদ্দিন প্রমূখ। অনুষ্টানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন, দ্বীপ ফাউন্ডেশনের সিইও ফয়সাল আহাম্মেদ দ্বীপ। এ সময় তিনি দ্বীপ ফাউন্ডেশনের বিগত দিনের কার্য্যক্রম তুলে ধরেন।
দ্বীপ ফাউন্ডেশনের সিইও ফয়সাল আহাম্মেদ দ্বীপ বলেন, অরাজনৈতিক অলাভজনক সামাজিক এই সংগঠন প্রতিষ্ঠার পর থেকে সমাজের মানুষের কল্যানে কাজ করে আসছে, আগামী দিনেও এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এছাড়া তিনি ২০২৫-২০২৬ সালের জন্য প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি ঘোষনা করেন। পরে সবার মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন অতিথিরা ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা