শাহ ইমরান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লায় পরিমাপে কম তেল দেওয়ায় ও কারচুপি করায় দুই ফিলিং স্টেশনকে দেড় লাখ টাকা জরিমানা করেন কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও কুমিল্লা বিএসটিআই।
রবিবার দুপুরে (৭ আগস্ট) নগরীর পদুয়ার বাজার, আলেখারচর ও কালাকচুয়া বিশ্বরোড এলাকার অভিযান চালিয়ে এ জরিমানা করা হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিএসটিআই।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে কুমিল্লা বিএসটিআই অফিসের সহায়তায় ল ফিলিং স্টেশনগুলোতে বিশেষ তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এতে ১২টি ফিলিং স্টেশনের ওজন পরিমাপক যন্ত্র যাচাই করা হয় এবং ভোক্তাকে পরিমাপে জ্বালানি সরবরাহ করা হচ্ছে কিনা যাচাই করা হয়।
পরিমাপে কারচূপি করায় (ভোক্তাকে পরিমাণ অপেক্ষা কম পরিমাণে তেল সরবরাহ করায়) এবং পরিমাপক যন্ত্রে কারচূপি করায় সুরাতলী পদুয়ার বাজার এলাকার রিভারভিউ সিএনজি ফিলিং স্টেশন (প্রা.) কে ১ লক্ষ টাকা এবং পরিমাপে কারচূপি করায় কালাকচুয়া এলাকার ইস্ট জোন ফিলিং স্টেশন লি. কে ৫০ হাজার টাকাসহ দুই প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
কুমিল্লা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম বলেন,মোট ১২টি ফিলিং স্টেশনের ৩০টি পরিমাপক যন্ত্র যাচাই করা হয়।
বেলা ১১টা থেকে আড়াইটা পর্যন্ত সহকারী পরিচালক মো: আছাদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে পরিমাপক ইন্সট্রুমেন্টসহ বিএসটিআই কুমিল্লা আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ আনিছুর রহমান এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে।
যায়যায়কাল/০৭আগস্ট২০২২/কেএম
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা