প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৪, ২০২৫, ৭:৪৯ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১, ২০২৫, ৫:২৫ অপরাহ্ণ
কুমিল্লায় যুবদল নেতার মরদেহ নিয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী
শাহ ইমরান, কুমিল্লা: নিহত যুবদল নেতা তৌহিদের লাশ নিয়ে মৃত্যুর ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
শনিবার বেলা ১২টার দিকে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের ইটাল্লা গ্রামের হাজারো বিক্ষুব্ধ জনতা কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গনে এ বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করে।
এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে এই অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাটি তদন্তে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এঘটনায় কুমিল্লা সদর সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডারকে তাৎক্ষণিকভাবে প্রত্যাহার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য একটি উচ্চপদস্থ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে দোষী সাব্যস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সেনা আইন অনুযায়ী যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও আইএসপিআরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এর আগে কুমিল্লা আদর্শ সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক তৌহিদুর রহমানের বাড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে সন্দেহজনকভাবে আটক করে পিটিয়ে আহত করে গোমতীর চরে ফেলে দেয়। পরে পুলিশ আহত অবস্থায় তৌহিদকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হসপিটালে নিলে ডাক্তার মৃত বলে ঘোষণা করে। মরদেহ ময়না তদন্ত শেষে বাড়ি নিয়ে গেলে এলাকাবাসী লাশের গাড়িসহ বিক্ষোভ ও মানববন্ধন করে। পরে সেনাবাহিনীর এমন অপরাধ কর্মকাণ্ডে প্রতিবাদ করে কুমিল্লা জেলা প্রেসক্লাবের সামনে এসে পুনরায় মানববন্ধন করে এলাকাবাসী।
এ বিষয়ে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে বিভিন্নভাবে খোঁজখবর নিয়ে ঘটনাটির বিষয় অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক বলে বিবৃতি জানান আইসিপিআর এর মাধ্যমে। নিহত তৌহিদুর রহমান সদরের পাচথুবী ইউনিয়ন এর ইটাল্লা গ্রামের মৃত মোখলেছুর রহমান এর ছেলে।
নিহতের চাচাতো ভাই রবিউল ইসলাম জানায় "গত চার দিন আগে তার পিতা মোখলেছুর রহমান মারা যায়, রাতে সে পিতার কুলখানি অনুষ্ঠানের জন্য বাজার সদাই করে আনে এবং কুলখানির আয়োজন করতে থাকে,আনুমানিক রাত দুইটায় সেনাবাহিনীর একটি দল তার বাড়িতে প্রবেশ করে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।সকালে তাদের কাছে খবর আসে তার অবস্থা আশঙ্কাজনক এবং কুমিল্লা মেডিকেল এ রয়েছে আমরা যেনো দ্রুত সেখানে যাই,কুমিল্লা মেডিকেল কলেজ এ আমরা পৌছানোর পর তাকে মৃত অবস্থায় দেখতে পাই"।
এদিকে, নিহত যুবদল নেতা তৌহিদের স্বজনরা জানান, একই এলাকার ফজলু মিয়ার ছেলে তানজিম আহমেদের সাথে তৌহিদের জমি সংক্রান্ত ঝামেলা ছিল। তাদের অভিযোগ তানজিমরা মিথ্যা তথ্য দিয়ে যৌথ বাহিনীকে তৌহিদের বিরুদ্ধে প্রভাবিত করছে। যখন যৌথ বাহিনী তৌহিদকে আটক করে নিয়ে আসে তখন সাথে ছিল আরেক স্থানীয় রহমত আলীর ছেলে সাইফুল ইসলাম। তারাই যৌথ বাহিনীকে দিয়ে তৌহিদকে হত্যা করেছে বলে গণমাধ্যমকে জানান।
এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসির কাছে জানতে চাইলে তিনি জানান, " সকাল ১১ টায় সেনাবাহিনীর কল পেয়ে আমি আমার একটি টিম সংরাইশ এর গোমতী বিলাস রেস্টুরেন্টের সামনে পাঠাই,সেখানে সেনাবাহিনীর টিম তৌহিদুর রহমান কে অজ্ঞান অবস্থায় আমাদের হাতে তুলে দেয়,সেখান থেকে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ এ নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে "।
এদিকে, কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপি, আমড়াতলী ইউনিয়ন ও পাঁচথুবি ইউনিয়ন বিএনপি এক যৌথ বিবৃতিতে অবিলম্বে যুবদল নেতা তৌহিদ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা