কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে ৫নং শুভপুর ইউনিয়নের বাঘারপুঙ্কুরনী গ্রামে সন্ত্রাসী হামলায় বাড়ি ঘড় ভাংচুর ও নগদ টাকাসহ স্বর্ণালংকার লুট করার ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৭ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম থানার এ এস আই নজরুল ইসলাম।
সরেজমিনে কুমিল্লার চৌদ্দগ্রামের ৫নং শুভপুর ইউনিয়নের বাঘারপুঙ্কুরনী গ্রামে এবং চৌদ্দগ্রাম থানায় আব্দুর রহিমের পুত্র মোঃ আব্দুস সোবাহান (৫০) এর লিখিত অভিযোগ
সূত্র জানা যায়, শাহিন আলম (৩৫) ও মহিন (৩২), পিতা- শফিকুর রহমান, নবি (৩৫), কবির (৩০) বিল্লাল (২০) তাদের পিতা- আবুল বশার,আবুল বশার (৬০) এর পিতা- আলী আশ্রাফ,সাতবাড়িয়া, সাইফুল (৩৬), পিতা- নুরুল ইসলাম, জালাল (৪০), পিতা- সোলেমান,শফিকুর রহমান (৬৫), পিতা অভিজ উদ্দিন, মোসাঃ তাজনেহার (৫৫), স্বামী- শফিকুর রহমান,গ্রাম বাঘারপুঙ্কুরনী এবং আরো অজ্ঞাত নামা ২০/৩০ জন মিলে আমার ছেলের বিয়ের জন্য ৭ ভরী স্বর্ণ অলংকার ও বিয়ের খরচের টাকা এবং আমার ফার্মেসীর ঔষুধ ক্রয়ের জন্য নগদ ছয় লাখ টাকা নিয়ে যায়। বাড়ী ঘড় এর ৪ ট্রাক মালামাল লুট করে নিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার এ এস আই নজরুল ইসলাম জানান, আমরা সকালে ৯৯৯ থেকে কল পেয়ে ঘটনাস্থলে যেয়ে দেখি বাড়ি ঘর ভাংচুর করে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এ ঘটনাটি সত্য। আমরা ঘটনাস্থলে যেয়ে অভিযুক্তদের পাইনি তার আগেই তারা পালিয়ে যায়।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ওসি শুভরঞ্জন চাকমা বলেন, জায়গা জমি নিয়ে বিরোধ চলছিল তাদের ভেতর। এর ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে আবদুস সেবহানের বাড়ি ঘড় ভাংচুর করে। এ বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে। অভিযুক্তরা পলাতক রয়েছে বিধায় তাদের গ্রেফতার করা যায়নি।
চৌদ্দগ্রামে ৫নং শুভপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. খলিলুর রহমান মজুমদার জানান, আবদুস সোবহানের দুটি বসতঘড় ভেঙ্গে তছনছ করে ফেলেছে। এবং অনেক মালামাল নিয়ে গেছে। তাদের পাকা ঘড়ের তালা ভাঙ্গা দেখলাম। সোবহানের ঘড়ের স্টিল আলমারি তালা ভেঙে ফেলা হয়েছে। জায়গাজমি নিয়ে বিরোধ থাকতেই পারে দেশে আইন আছে। কিন্তু এজন্য এভাবে কারো বাড়িঘড় তছনছ করে সব নিয়ে যাওয়া ঠিক হয়নি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা