শাহ ইমরান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লার নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এর সাথে কুমিল্লার সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১১ডিসেম্বর) দুপুরে কুমিল্লার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় নবাগত নতুন জেলা প্রশাসককে শুভেচ্ছা জানানো হয়। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কুমিল্লার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কুমিল্লায় সদ্য যোগদান করা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেছেন- আমি কুমিল্লায় যেভাবে এসেছি, যাওয়ার সময় একটা ভাল অনুভূতি নিয়ে যেতে চাই। আমি যেন ভালভাবে বিদায় নিয়ে যেতে পারি। আমি অবশ্যই কুমিল্লায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চেষ্টা করবো।
কুমিল্লা জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম এ কথা বলেন। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ শাহাদাত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো: কাবিরুল ইসলাম খানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কমৃকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক আরো বলেন-আমি আমার মূল দায়িত্বগুলো পালন করার জন্য চেষ্টা করবো। আমি ধারাবাহিকতায় বিশ্বাসী। সাবেক জেলাপ্রশাসকদের পূর্বের কাজগুলোকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করবো।
মত বিনিময় সভায় সাংবাদিকগণ ছাড়াও সুশীল সমাজের লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা