শাহ ইমরান, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা নগরীতে প্রকাশ্যে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে শাহাদাৎ হোসেন (১৫) নামে এক কিশোরকে হ’ত্যা করেছে হাসিব ও রতন নামে দুই কিশোর।
শুক্রবার (১৯ আগস্ট) বিকালে কুমিল্লা নগর উদ্যান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শাহাদাৎ হোসেন নগরীর পুরাতন চৌধুরীপাড়া এলাকার শাহ আলম ভূঁইয়ার ছেলে।
স্থানীয়রা জানায়, বিকালে নগর উদ্যানে ঘুরতে আসে শাহাদাৎ। সেখানে এলে স্থানীয় মফিজাবাদ কলোনির হাসিব ও রতন নামে দুই কিশোর তাকে ডেকে নিয়ে যায়। কাস্টমস অফিসের সামনে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কয়েকবার ছুরিকাঘাত করে। দুজন মিলে প্রকাশ্যে সবার সামনে তাকে দা ও ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে।
যায়যায়কাল/২০আগস্ট২০২২/কেএম
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা