শাহ ইমরান, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমি সংলগ্ন মাইক্রো স্ট্যান্ডের পলিন (৪২) নামের এক মাইক্রোবাস চালকের ইটের আঘাতে মো. লিটন (৪৫) নামের আরেক মাইক্রোবাস চালকের মৃত্যু হয়েছে। ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে এ ঘটনাটি ঘটে ।
গতকাল বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাত ৮ টায় এ ঘটনা ঘটে।
ঘটনাটি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতওয়ালী মডেল থানার পরিদর্শক তদন্ত মো. হানিফ সরকার।
নিহত লিটন কুমিল্লা নগরীর গয়ামবাগিচা এলাকার ছন্দু মিয়ার ছেলে। অভিযুক্ত পলিন নিহতের চাচাতো ভাই বলে জানা গেছে। তারা কুমিল্লা প্রেসক্লাব সংলগ্ন রেন্ট-এ কার স্ট্যান্ডে ভাড়ায় গাড়ি চালাতেন।
কুমিল্লা কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হানিফ সরকার জানান, বৃহস্পতিবার রাতে শিল্পকলা একাডেমি রেন্ট-এ কার স্ট্যান্ডে পলিন ও লিটন নামে দুই গাড়ি চালকের মধ্যে ভাড়া নিয়ে তর্ক হয়। এর একপর্যায়ে পলিন একটি ইট দিয়ে লিটনের মাথার পেছনে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় লিটনকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে কুমিল্লা টাওয়ার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে পলিন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা