নিজস্ব প্রতিবেদকঃ শ্রী কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ শ্রী অদ্বৈত,গদাধর, শ্রী বাসাদি গৌর ভক্তবৃন্দ,হরে কৃষ্ণ হরে রাম। হরের্নাম, হরের্নাম হরে নামৈব কেবলস,কলৌ নাস্তেব,নাস্তেব গতির ন্যথা।
শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষে ১৯ তম ১৬ প্রহর ব্যাপী বিশ্ব জনীন তারক ব্রহ্ম হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ ৩দিন ব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ভোধন হয়েছে।
সোমবার সকালে কুমিল্লা জেলাধীন মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার হাটাশ সার্বজনীন শ্রী শ্রী শ্যামা কালী মন্দিরের দ্বীন ভক্তদের আয়োজনে শ্রী শ্রী শ্যামা কালী মন্দির মাঠে ৩দিন ব্যাপী কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ভোধন হয়।
প্রাকৃতিক দূর্যোগ ও বৈরি আবহাওয়ার কারণে অনুষ্ঠানের সার্বিক কর্মকাণ্ডে কিছুটা বিঘ্ন ঘটে,যার ফলে উদ্ভোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য ৩১১ ( সংরক্ষিত মহিলা) সদস্য-১১ আরমা দত্ত উপস্থিত হতে পারেনি।তিনি এক ভিডিও বার্তায় সবাইকে শুভেচ্ছা জানান।
উদ্ভোধনী সভায় শিবু প্রসাদ মজুমদারের সভাপতিত্বে পিয়েল দেবনাথের সঞ্চালনায় সার্বিক কর্মকান্ডের আনুষ্ঠানিক উদ্ভোধন করেন স্থানীয় ইউপি চেয়ারম্যান এস.আর.রহিম পারভেছ।
উদ্ভোধনী সভায় উপস্থিত ছিলেন,মন্দির কমিটির সভাপতি বলাই দেবনাথ,সাধারন সম্পাদক শ্রী কানু কুমার দত্ত(কানাই),অর্থ সম্পাদক উদ্দভ দেবনাথ,সহ সভাপতি শ্রী শংকর দেবনাথ,সদস্য জীবন দেবনাথ।
যায়যায়কাল/২৪সেপ্টে/দীপু
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা