শাহ ইমরান, জেলা প্রতিনিধি,কুমিল্লা :কুমিল্লা জেলা গোয়েন্দা শাখার,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টিম জাল টাকা উদ্ধার অভিযানে কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর এলাকায় চেকপোষ্ট করে।
গত(১৪/৪/২৩) শুক্রবার চেকপোস্ট চলাকালীন সময়ে মোটরসাইকেল যোগে মোঃ সোহেল আরমান নামীয় লোক আসলে তাকে থামায় পুলিশ মোটরসাইকেলটি থামালে মোঃ সোহেল আরমান (৪০)’কে দেহ তল্লাশী করলে তার কোমড়ে মোবাইল রাখার ব্যাগ হতে ১,০০০/- (এক হাজার) টাকা নোটের ১,০০,০০০/- (এক লক্ষ) টাকার ০১টি বান্ডিল পাওয়া যায়। বান্ডিলের টাকাগুলো সন্দেহ হয়। সন্দেহ বশত টাকা গুলো চেক করে দেখা যায়, ১,০০০/- (এক হাজার) টাকা নোটের একই নাম্বারের একাধিক নোট রয়েছে এবং টাকা গুলো অরজিনাল টাকার নোট হতে একটু ভিন্ন ।গ্রেফতারকৃত আসামী মোঃ সোহেল আরমান (৪০) কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন বাখরনগর (উত্তর পাড়া মোল্লা বাড়ী), ০৭ নং ওয়ার্ড এর মোঃ খবির মিয়ার ছেলে ।
তাকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তার এই কাজের সহযোগী আসামী মোঃ শরীফ (২৮) কুমিল্লা জেলার দেবিদ্বার থানার পুরান বাজার দেবিদ্বার বেরিবাঁধ এর বাবুল মিয়ার ছেলে। গ্রেফতাকৃত আসামী মোঃ সোহেল আরমান আরো জানায়, উক্ত জাল টাকা গুলো তারা বিভিন্ন শপিংমল, বিকাশ, মোবাইল রিচার্জ্ সহ বিভিন্ন ব্যবসায়িক লেনদেনে ব্যবহার করে থাকে। জাল টাকা গুলো ঢাকা থেকে এনে এই ধরনের কার্যক্রম করে থাকে। সে দেশের বিভিন্ন স্থানে এই জাল টাকা ব্যবসার বিভিন্ন চক্রের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে সিএমপি চট্রগ্রাম, কুমিল্লা সহ দেশে বিভিন্ন জায়গায় জাল টাকা ব্যবসা সংক্রান্তে ১০ টি মামলা রয়েছে মর্মে জানা যায়।
উক্ত জাল নোট উদ্ধার সংক্রান্তে কোতয়ালী মডেল থানার মামলা নং- ৬৬, ধারা- ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫-এ/২৫-ঘ রুজু করা হয়। জাল টাকার ব্যবসা, চোরাকারবারী, মাদক কারবারী এবং গডফাদারদের গ্রেফতার ও সনাক্ত করনে।
কুমিল্লা পুলিশ সুপার নির্দেশনা মোতাবেক অভিযান অব্যাহত আছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা